মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আগামী মে মাসের ২১ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে জাকসু নির্বাচন সংক্রান্ত পরিবেশ পরিষদের এক সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, জাকসু নির্বাচন ২০২৫ সালের মে মাসের তৃতীয় সপ্তাহে (২১ মে’র মধ্যে) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে গঠিত নির্বাচনী কমিশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ন্যূনতম ২১ দিন আগে, অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
এ নিয়ে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘২১ মে’র মধ্যে নির্বাচন ও এপ্রিলের শেষ সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। এর পাশাপাশি গঠনতন্ত্র সংস্কার, আচরণবিধিসহ অন্যান্য প্রস্তুতি আমরা গ্রহণ করবো। আশা করি, শিক্ষার্থীরা সব পর্যায়ে আমাদের সহযোগিতা করবেন।’
পূর্বঘোষিত রূপরেখা অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার কথা ছিল। তবে জাকসুর গঠনতন্ত্রের সংস্কারসহ প্রয়োজনীয় সংস্কারের দাবিতে ছাত্রদল এবং তফসিল ঘোষণাসহ দ্রুত নির্বাচনের দাবি জানানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিবির ও অন্যান্য সংগঠনের পাল্টাপাল্টি অবস্থানের কারণে পিছিয়ে আনা হয় জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ।