শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে ****** প্রতিটি জেলা ও উপজেলায় ****** যোগাযোগঃ 01764867134, 01792776967, ই-মেইলঃ gsamachar@gmail.com

নিজের লেখা কবিতা

দৈনিক গ্রামীণ সমাচার / ৭২ জন পড়েছে
প্রকাশ : শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

জোনাকি বন্ধুতায়
— আশরাফুল আলম  সবুজ
৪-১২-২০২০ (ভোর ৩′৫৬মিনিট)

আঁধারে আলোর দিশায়,,,
সৃষ্টিশীল কাজের নেশায়,,,
ঐক্যবদ্ধ করার মাঝেই
তুই ছিলি জোনাকির মতন
বন্ধুবৃত্ত৯৩ সকলের মাঝে।
গায়ের ধুলোয় গড়াগড়ি খাওয়া
আঁধারে আলোর একটু দিশা,,,,
ঝিঝি পোকার ডাক
বাঁশ বাগানের মাঝে
জোনাকির আলোয়।।
শীত কিংবা গ্রীষ্মের রাতে
জোনাকিরা আলো বিলিয়ে,,,
আমাদেরে দিয়াছে বন্ধু প্রেরণা।
আধুনিকতার সমীকরণ-
ছিলোনা বন্ধু তখন টায়
ছিলো প্রগাঢ় অনুভব,,,
অসম্ভব রকমের আত্নবিশ্বাস।
প্রতি জনে-জনে একটা সত্তা
সবশেষে প্রতিটি আয়োজনে
সবাই জোনাকির বেশেই
একটু একটু আলো বিলিয়ে
সফলতা অর্জনেও বন্ধুতা।।
শহুরে গ্রামের বিভাজনের মধ্যেও
একেক জন একেক স্তরের,
তবুও ভুলতে যাই কেমনে?
মোরা তো অবিচ্ছেদ্য বন্ধুতায়
আমৃত্যু রইবো গলাগলিতেই।।