রবিবার, ১১ মে ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু
বড়ুরা থানা, পয়াল’গচ্ছ গ্রামের দুই
প্রতিবছরই আমাদের দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে বজ্রপাতে মৃত্যু। সাধারণত মার্চ থেকে জুন পর্যন্ত বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে। জলবায়ু পরিবর্তনের প্রভাব বজ্রপাতের পরিমাণ দিন দিন বাড়িয়ে তুলছে। দেখা গেছে, যেসব এলাকায় আগে খুব একটা বজ্রপাত হতো না, এখন সেসব এলাকাতেই বজ্রপাত বেড়ে গেছে। গত এক দশকের হিসাবে দেখা গেছে, প্রতিবছরই বাড়ছে বজ্রপাতের ভয়াবহতা ও বিস্তৃতি।
নিহত কিশোর দুজন হলেন পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন(১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতিন সায়মন হোসেন (১৩)।
দুই কিশোরের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।