শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
পাঁচ বিঘা ফলবতী ধান ক্ষেতে দুর্বৃত্তদের ছোড়া রাসায়নিক বিষে, স্বপ্ন পুড়ে ছাই দরিদ্র এক কৃষকের। গত ১৯ এপ্রিল বর্বর এ ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভোটহাট গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক শরবত আলীর দাবি জমিজমার স্বত্ব নিয়ে প্রতিবেশী জোয়াদুল আলমের সাথে দীর্ঘ বিরোধের জেরেই ঘটেছে এমন ঘটনা। ক্ষতিগ্রস্ত কৃষক শরবত আলী ও তার পরিবারের সন্দেহের তীর তাদের জ্ঞ্যাতি আত্মীয় ও প্রতিবেশী জোয়াদুল আলম ও তার ছেলে মোন্নাফ হোসেনের দিকেই।তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোন্নাফ হোসেন বলেন, ধানি জমিগুলোর প্রকৃত মালিক তার বাবা জোয়াদুল আলম। শরবত মিয়া ও তার দোসররা জোর করে জমি দখলে করে ধান চাষ করেছে। এ বিষয়ে কোর্টে মামলা চলমান রযেছে। তার দাবি, শরবত মিয়া নিজেই জমিতে বিষ দিয়ে তাদেরকে ফাঁসানের চেষ্টা করছে।বিষয়ে সুষ্ঠু তদন্ত চেয়ে, ২০ এপ্রিল, রোববার থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক শরবত আলী।ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, তিনি অভিযোগ পেয়েছেন,তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য পুলিশ কে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই।