মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
আগুনের ফুল- ৩
সায়গন থেকে দীর্ঘ আঁকাবাকা পথে
জোহানেসবার্গ। ট্রেন থেকে নেমেই সোনালি চুল
ছেলেটি গিটারে ফোটালো ফুল,
আঙুলের মোহন টোকায়
ক্যারিবীয়ান কালো মেয়েটি পাশে
স্মিত হেসে, কণ্ঠ মেলালো নৃত্যের মুদ্রায়
পথের প্রান্ত কোথায়?
কোথায় পৃথিবীর শেষ?
একটাই বিশ্ব আমাদের, একটাই দেশ।
বৈরুতের উদ্বাস্তু শিবিরে বেড়ে ওঠা –
অসুস্থ কিশোর, জানালায় চোখ রেখে একা
উদাস তাকায়,
আমাদের পৃথিবী কোথায়?
কোথায় আমাদের আকাশ নক্ষত্র মেঘ
ঝরনার পাশে, প্রস্তরময় পবিত্র ভূমি?
অসুস্থ, অমল কিশোরের বুকে
দানা বাঁধে ক্ষোভ,
ঘৃণা
ক্রোধ,,
নীল দহনের তরল বারুদ।
প্রকাশিত পুরনো লেখা
পরিমার্জন ও পুনর্লিখন -০১/০৯/২০২২