বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে ****** প্রতিটি জেলা ও উপজেলায় ****** যোগাযোগঃ 01764867134, 01792776967, ই-মেইলঃ gsamachar@gmail.com

হাজার হাজার মুসুল্লি দের অংশ গ্রহণে নাগেশ্বরী পৌরসভার মেয়র আলহাজ্ব রহমান মিয়ার জানাজা সুসম্পন্ন হয়েছে

দৈনিক গ্রামীণ সমাচার / ৩১ জন পড়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:২০ অপরাহ্ন

নিজস্ব  প্রতিনিধি-

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুই বারের সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুর রহমান মিয়া ( ৫৯) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

১৫ মার্চ শনিবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে যমুনা ব্রীজ এলাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। পৌরসভার বলদিটারী গ্রামের মৃত আলহাজ্ব আমির উদ্দিনের ছেলে ও বিশিষ্ঠ ব্যবসায়ী আকরামের পিতা জনপ্রিয় ও ভালবাসার মানুষ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক দুইবারের পৌর মেয়র আল হাজ্ব আব্দুর রহমান মিয়া।

মৃতকালে তার দুই ছেলে দুই মেয়ে স্ত্রী এবং হাজার হাজার আত্বীয় সজন,নেতা কর্মীসহ সুভাকাংখীদেরকে রেখে যান।নাগেশ্বরী ডিএম একাডেমী ফুটবল মাঠে বিকালে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। তাকে দেখতে মানুষের ঢল। তিনি ছিলেন একজন সত্যনিষ্ঠ,ধর্মপ্রান ও ন্যায় পরায়ন নেতা,যিনি সবসময় মানুষের কল্যানে কাজ করেছেন,তার বিচক্ষন নেতৃত্ব,ন্যায় বিচার এবং সমাজসেবা মুলক কর্মকান্ড সকলের হৃদয়ে স্বরনীয় হয়ে থাকবে বলে জানান বক্তারা।