শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে ****** প্রতিটি জেলা ও উপজেলায় ****** যোগাযোগঃ 01764867134, 01792776967, ই-মেইলঃ gsamachar@gmail.com

ভীমরুল এর কামড়ে একজনের মৃত্যু বরণ

দৈনিক গ্রামীণ সমাচার / ৪২ জন পড়েছে
প্রকাশ : শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

পাঁচপীর ছড়ার পার নিবাসী আলহাজ্ব ইউনুস মিলিটারি, আজ সকাল ৯ ঘটিকার সময় ভিমরুল এর কামড়ে আহত হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় কয়েকজনের কাছ থেকে জানা যায় যে পেঁচা পাখি ভিমরুলের বাঁসাটিতে আঘাত করার ফলে ভিমরুলগুলি ছত্রভঙ্গ হয় আর ওই সময় নিচে থাকা আলহাজ্ব ইউনুস আলীকে ঘায়েল করলে মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনার পর মৃত্যুর বিষয় টি নিশ্চিত করা হয়েছে।