বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী হাটে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস।
জানা গেছে, বাজারে বোতলজাত ভোজ্য তেল, খেজুর ও তরল দুধ বেশি দামে বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বাজার মনিটরিং করা হয়। বাজার মনিটরিংকালে কয়েকজন ক্রেতা ইউএনওকে বোতলজাত ভোজ্য তেলের দাম বেশি নেওয়ার অভিযোগ করেন। ইউএনও তাৎক্ষণিকভাবে ভোজ্য তেল ক্রেতাকে অতিরিক্ত মূল্য ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। একই সঙ্গে ব্যবসায়ীদের ভোজ্য তেলের বোতলের গায়ে লেখা দামে তেল বিক্রি করার নির্দেশ দেন।
এসময় তিনি ফল ব্যবসায়ীদের কাছে খেজুর ক্রয়ের চালান দেখতে চান এবং তরল দুধ বিক্রেতাদের সঙ্গে কথা বলে দুধের দাম বিনাকারণে বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
বোতলজাত ভোজ্য তেল ক্রেতা আহসান হাবিব বলেন, “সয়াবিন তেলের দুই লিটারের একটি বোতল কিনেছি। দোকানদার ৩৮০ টাকা নিয়েছে। ইউএনওকে অভিযোগ করলে তিনি দোকানদারকে তেলে বোতলের গায়ে থাকা দাম নিতে বলেন। পরে দোকানদার বোতলের গায়ে থাকা দাম নিয়ে বাকি টাকা ফেরত দিয়েছেন।”