বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে ****** প্রতিটি জেলা ও উপজেলায় ****** যোগাযোগঃ 01764867134, 01792776967, ই-মেইলঃ gsamachar@gmail.com

কুড়িগ্রামে গ্যাং রেপার পাঁচ জন গ্রেফতার

দৈনিক গ্রামীণ সমাচার / ৬১ জন পড়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে ২০ বছর বয়সের এক গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে ওই গৃগবধুকে ধর্ষণ করা হয়।ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গৃহবধূর অভিযোগ ও পুলিশ সূত্র জানিয়েছে, ভুক্তভোগী গৃহবধূর সাথে মইনুল হক (২২) নামে এক যুবকের প্রেমের সম্পর্ক চলছিল। গত মঙ্গলবার রাতে স্থানীয় একটি ইউক্যালিপ্টাস বাগানে মইনুলের সাথে দেখা করতে যায় ওই গৃহবধূ। কিন্তু মইনুল তার আরেক সহযোগী ইয়াকুবের (২৫) সাথে যোসাজস করে আরও ৫ যুবকসহ ৭যুবক ধর্ষণের পরিকল্পনা করে। মঙ্গলবার রাতে গৃহবধূ মইনুলের সাথে দেখা করতে গেলে ৭যুবক মিলে গৃহবধূকে ‘ধর্ষণ’ করে।এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বুধবার ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে মইনুল ও ইয়াকুব সহ ৫ যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো , হাসানুর রহমান (২০), সোহেল রানা (২১), লাল মিয়া (৪০) আতিয়ার রহমান (৩৫) ও আল আমিন (২০)। অপরদিকে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা গ্রহন করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানোর হয়েছে বলে পুলিশ জানিয়েছে।