বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে বিবাহ নিবন্ধন এবং ইতিবাচক অভিভাবকত্ব সম্পর্কে প্রচার অভিযান উপলক্ষে দিন ব্যাপী খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারী) উপজেলার ছিট পাইকেরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এমজেএসকেএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের সহযোগিতায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ছিট পাইকেরছড়া ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি আশরাফুল আলম আকাশের সভাপতিত্বে দিন ব্যাপী খেলাধুলার উদ্বোধন করেন ছিট পাইকের ছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন দৃষ্টি প্লাস কিশলয় বিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষক, মোর্শেদুর রহমান আনিস, ছিট পাইকের ছড়া উচ্চ বিদ্যায়ের সহকারী শিক্ষক আবুবক্কর, রেজাউল করিম, মঞ্জুরুল ইসলাম, হেলানা খাতুন, কল্পনা খাতুন, সিএনবি প্রজেক্ট ছিট পাইকের ছড়া ইউপির ফিল্ডফ্যাসিলিটেটর আব্দুল লতিফ, ফুল মিয়া, ছিট পাইকেরছড়া ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান ও যুব প্লাটফর্মের সদস্যরা।