বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে ****** প্রতিটি জেলা ও উপজেলায় ****** যোগাযোগঃ 01764867134, 01792776967, ই-মেইলঃ gsamachar@gmail.com

ভূরুঙ্গামারী তে বিবাহ নিবন্ধন এবং ইতিবাচক অভিভাবকত্ব সম্পর্কে প্রচার প্রচারণা

দৈনিক গ্রামীণ সমাচার / ৭৫ জন পড়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:১৮ অপরাহ্ন

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে বিবাহ নিবন্ধন এবং ইতিবাচক অভিভাবকত্ব সম্পর্কে প্রচার অভিযান উপলক্ষে দিন ব্যাপী খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারী) উপজেলার ছিট পাইকেরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এমজেএসকেএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের সহযোগিতায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ছিট পাইকেরছড়া ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি আশরাফুল আলম আকাশের সভাপতিত্বে দিন ব্যাপী খেলাধুলার উদ্বোধন করেন ছিট পাইকের ছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন দৃষ্টি প্লাস কিশলয় বিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষক, মোর্শেদুর রহমান আনিস, ছিট পাইকের ছড়া উচ্চ বিদ্যায়ের সহকারী শিক্ষক আবুবক্কর, রেজাউল করিম, মঞ্জুরুল ইসলাম, হেলানা খাতুন, কল্পনা খাতুন, সিএনবি প্রজেক্ট ছিট পাইকের ছড়া ইউপির ফিল্ডফ্যাসিলিটেটর আব্দুল লতিফ, ফুল মিয়া, ছিট পাইকেরছড়া ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান ও যুব প্লাটফর্মের সদস্যরা।

সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন নয়নের পরিচালনায় দিন ব্যাপী এ আয়োজনে ষ্টাম্প ভাঙ্গা, বুদ্ধির পরীক্ষা, বালতিতে বল নিক্ষেপ, বালিশ পাচার, পাথর নিক্ষেপ, লং জাম্প, হাই জাম্প, দৌড় খেলা, চেয়ার খেলা সহ ছেলে-মেয়েদের দশটি খেলা অনুষ্ঠিত হয়। পরে পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
এতে অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।