শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধার সুনামগঞ্জ থানার আশরাফুল আলমের স্ত্রী কাকলি (৩৫), শিশুপুত্র আরিয়ান আহম্মেদ রাফি (৫) ও অটোরিকশা চালক রংপুর পীরগাছা থানার আব্দুল ওহাবের পুত্র আনিসুর রহমান (২৩)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে দ্রুতগতির একটি বাসের সঙ্গে উল্টোপথে যাওয়া অটোরিকশার সংঘর্ষের ঘটনায় অটোরিকশায় থাকা মা, তার শিশুপুত্র এবং চালক ঘটনাস্থলেই মারা যায়।
ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, তিন জনের লাশ উদ্ধারের পাশাপাশি বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। এখন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।